কোন ঋতুতে আসবে গো তুমি?
কোন সে ঋতু তুমি,
কোন সে জলের প্রতিফলন?
বছর জুড়েই তো চলে তোমার খেলা;
কবে জানি না আসবে আমার পালা!!


কতো শত রাত-দিন
আসে আবার যায় চলে।
আমি অধম, বসে বসে অপেক্ষারত;
তোমার জলে ভিজবো বলে
প্রহর গুনি প্রতিনিয়ত,
তোমার ঋতু কি ধরণের
জানাবে কি আমায় প্রথমত??