আমি ঘুমালে সূর্য দেয় পাহারা,
না হয়ে দিশেহারা,
কেন ভাববো নিজেকে সর্বহারা?
আমি তো নেই কাউকেই ছাড়া।


সবার মাঝেও আমি হয়ে পথহারা,
কোথাও যাবার নেই যে তাড়া!
কাকেই বা দিবো আমি সাড়া?
কারোর জন্যে নেই যে তাড়াহুড়া।


কেন যে আমার এই চ্ছন্নছাড়া?
বুঝাতে হলে, আমি হয়রান হয়ে
ছাড়বো শেষে পাড়া!
জানি আমি, কেউ বলবে না আমায়
“ একটুখানি দাঁড়া “ ।।