নারীর শোভা মোমের মতো-
সংসার যজ্ঞে জ্বলে সতত,
তাড়ায় যতো আঁধার কালো-
আপনি গলে সকলে আলো!


নারীরা যাঁরা আছেন দাঁড়া-
সংসার তাপ তাড়ান তাঁরা,
নারীর বলে সকলে চলে-
আপন আপন কর্মস্থলে!


সলিতা যথা হয় দহন-
অর্পণে সে অস্তিত্ব আপন,
তাহার সত্ত্ব সর্বদা গুপ্ত-
অগ্নি-বিন্দু চূড়ায় জ্বলন্ত!


নারী সত্তার এ হেন স্থান-
সংসারে জ্বলন্ত আত্মদান,
তবু যেন তাঁর অবদান-
পুরুষ সমাজে অপ্রমাণ!


স্ব স্ব জাতির বিনীত স্তুতি-
মোমের সঙ্গে নেয় প্রস্তুতি,
মোমের বাতি ছড়ায় দ্যুতি-
সর্বদা শুদ্ধ কর্মের প্রতি!


তেমনি সংসারে নারী জাতি-
জানায় সে নিজ উপস্থিতি,
সকল ধর্মে সকল কর্মে-
জ্বলন্ত আদল গড়ে মোমে!
        ----০----