সুললিত তোমার যুগল শ্রীচরণে-
সন্তান শ্রদ্ধাভরে প্রণাম নিবেদনে-
পূজার অর্ঘের মন্ত্র-ধ্বনি উচ্চারণে-
তোমার শুভান্বিত জন্মদিন স্মরণে!


আজি এ শুভদিনে আবির্ভাব তোমার-
জনক জননীর আনন্দের সঞ্চার-
অসমাপ্ত নবীন সুরে হয় আবার-
সংগীতময় হলো রে পুরো পরিবার!


নবীন কন্ঠে তোমার ঐ কান্নার ধ্বনি-
সপ্ত সুরে যেন উচ্চাঙ্গ অনুশীলনী-
সুর সাধনে এতো শ্রুতিময় রাগিণী-
শিশুকন্ঠে তব নিরন্তর প্রবাহিনী!


আত্মীয়-পরিজন আনন্দিত নয়নে-
তোমার ঐ চাঁদবদনী সদা দর্শনে-
সকলেই তন্ময় হয় তোমার সনে-
পারিজাত অনুভবে আপন অঙ্গনে!


তোমার দিব্য সৌরভে সরস্বতী লক্ষী-
দেবীরা আসিলেন চড়ে বাহনে পক্ষী-
জ্ঞানে-ধনে মুক্তমনে দেয় মস্ত উঁকি-
উৎসব প্রচারে শুনো ঐ বাজায় ঢাকি!


নিমন্ত্রণ সংবাদে উন্মাদে সাড়া গ্রাম-
উদ্দেশ্য তোমার আজ রাখিবেন নাম-
উৎসব প্রাঙ্গন প্রস্তুত আপন ধাম-
উপস্থিত থাকিতে সকলকে প্রণাম!


সমবেত উপস্থিতি নামের ঢালায়-
অগ্নি দানে প্রস্তুতে সকল সলিতায়-
সলিতারা একে-একে দহনে পুড়ায়-
অবশিষ্ট সলিতা নীল আভা দেখায়!


সবার বদনে ধ্বনি নীলচে উপমা-
গ্রামীণ আকাশ যথা পড়ে নীল জামা-
ভাসে দিগন্তে সদা নীলিমার মহিমা-
হর্ষ বর্ষে দেখিলে তার একলহমা!


সুদূর দিগন্তে যথা নীলিমা প্রকাশে-
ঐ রূপে প্রকটিলে মোদের হৃদাকাশে-
সবাই তাই উচ্চ স্বরে "নীলিমা" ভাষে-
নূতন নাম পরিচয়ে কন্যাও হাসে!
            ----০----