ত্যজিয়া সম্মুখে তব বরদে ললনা,
দমনি কেন আপন বিবাহ বাসনা?!
বৃথা ধ্যানে বসে করো একাকী সাধনা,
লভিতে দীর্ঘ আয়ুর বিষম যাতনা!
ভীষণ আবেগ বশে ভীষ্মের প্রতিজ্ঞা-
পিতৃবরে ইচ্ছামৃত্যু পাইলেন আজ্ঞা,
অবশেষে জীর্ণদেহের প্রতি অবজ্ঞা-
কাল সমন করে হরণ দেহ সংজ্ঞা!!


দেহরসে প্রতিভাষে রমণীর বর,
সেই বরে দূরে সরে মরণের ডর!
পুনরায় আপনারে পায় সবে ফিরে,
প্রিয় সন্তানরূপে অর্ধাঙ্গীর জঠরে!
প্রেয়সী স্ত্রীর নিবিড় প্রণয়-আদরে,
লভি অমর বর মায়ার এ সংসারে!!
                --০--


শব্দার্থ :-
# ত্যজিয়া = ত্যাগ করে।
# বরদে = যিনি বর দান করেন।
# দমনি = দমন করে।
# লভিতে = লাভ করিতে।
# ভীষ্মের প্রতিজ্ঞা = আজীবন ব্রক্ষচর্য ব্রত পালন।
# কাল সমন = মহা-কালের আহ্বান।
# দেহ সংজ্ঞা = দেহের চৈতন্য।
# দেহরস = সন্তানাদি উৎপন্নকারী দৈহিক উপাদান।
# প্রতিভাষে = প্রতি উত্তরে / প্রতি দানে।
# রমণীর বর = স্ত্রীর গর্ভের সন্তান।
# অর্ধাঙ্গীর জঠরে = স্ত্রীর গর্ভে।
# অমর বর = অমরত্ব।
                    --০--