এ তো নয় হেঁয়ালি উপলব্ধির বুলি-
হৃদয়ের লহরি চতুর্দশে ব্যাকুলি।
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সকল-
পঞ্চ ইন্দ্রিয়ে দেহের চৈতন্য সচল।
রামধনু উদয়নে গগনে উৎসব-
বিরল দৃশ্যে ভাসে ঐক্যের অবয়ব।
সা রে গা মা পা ধা নি একত্রে উপস্থিত-
সপ্তস্বরে সৃষ্টি হয় শ্রুতিময় গীত।


প্রকৃতির সৌন্দর্য যেন ঐক্যের কাঁধে-
ঐক্যের নিমন্ত্রণে হৃদয় গদগদে।
রহস্য যা জগতের ভেদী একতায়-
সৌন্দর্যের সান্নিধ্য লভি পরম্পরায়।
এসো ভাই হর্ষে গাই একতার গান-
বিশ্বপ্রাণে আহ্বানে আনন্দ ঐক্যতান।
              ----০----