সামাজিক-সাংসারিক সুখ-শান্তি বৃদ্ধি-
নির্ভরতা একমাত্র রাজনীতি বুদ্ধি!
অদ্বৈত আদর্শে বিশ্বস্ত নারী-পুরুষ,
সমবেত হইলে রাজনৈতিক হুঁশ!
সত্য-নীতি, সংস্কৃতি নিত্য নীতি আদর্শ-
অর্থনীতি ব্যতীত ব্যথিত যে সর্বস্ব!
সামাজিক সুসম্পর্কের দীর্ঘ-স্থায়িত্ব,
অর্থ-ক্ষেত্র তৈরী পারস্পরিক দায়িত্ব!
অর্থের উর্বরতাই সংসারের সার-
সংসার বিনে বিশ্ব-জগৎ অন্ধকার!
অর্থ লেনদেন যত হয় বিনিময়-
জীবিকায় জন-জীবন শ্রী-ক্ষেত্রময়!
সর্ব-নীতি আদর্শ অদ্বৈত অর্থনীতি-
প্রণতি তোমায় ওগো যোগ্য ভগবতী!