বাংলার বর্তমান সমাজ চিত্র,
হেরি অহরহ-
সদাই বিরহ!
মানবিক মূল্যবোধে নাহি কাঁদে-
শিক্ষায় উন্নত-
মানুষের চিত্ত,
ক্ষণিকের তরে মানবিক সুরে-
হয় না সদয়?
মানব হৃদয়!


সেই বাংলার অতীত চিত্রপট,
পড়ি ইতিহাসে-
শ্রদ্ধাভরে বসে!
পরস্পর আহ্লাদে সত্যের সৌধে-
সংস্কৃতির মন্ত্রে,
সবাই একত্রে-
উচ্চারিত ধ্বনি মিত্রময় বাণী-
আমরা সবাই-
বঙ্গবাসী ভাই!


বর্তমান প্রজ্ঞার ধূর্ত সংজ্ঞায়,
কূটবুদ্ধি ফাঁদে-
সকলেই কাঁদে,
সমাজ তাই বিচলিত সদাই,
কখন কি হয়-
জনমনে ভয়!
প্রজ্ঞার তান্ডবে অতিষ্ঠ মানবে,
ত্যজিল প্রজ্ঞারে-
অবজ্ঞার সুরে!


অতীত প্রজ্ঞার অতীব প্রতাপ,
শুদ্ধ সত্য জ্ঞানে-
মানবিক ধ্যানে,
আপনি দহনে নিয়মিত স্নাত-
হতো পরস্পর-
আপন ও পর!
হে প্রজ্ঞাময় সুখময় অতীত,
তোমারই প্রতি-
জানাই প্রণতি!


                   --০--