সত্য সৌন্দর্য্য দুর্লভ মানব মননে-
রূপ সৌন্দর্য্য সবাই সুলভে দর্শনে।
রূপের মায়া মন্ত্রে মরীচা দেহ যন্ত্রে-
আষ্টেপৃষ্ঠে রয়েছে দেহের রন্ধ্রে-রন্ধ্রে।
মরীচার প্রকোপ দেহময় কিরূপ?
শাস্ত্র কয়- "রিপু ছয়, মরীচার স্তূপ,
কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য।
ষটক্ রিপুর কার্য সত্য বৃত্তি চৌর্য।"


রোধিতে চৌর্য বৃত্তি শ্রীপুরুষের উক্তি-
"সত্যের সৌন্দর্য্য খুঁজো, হে মানব জাতি-
হৃদয় মন্দিরে ঘুরে সত্য নিরবধি!
সাধু-গুরু সত্য গান ব্যাখ্যান গ্রন্থাদি!
সতীর শুদ্ধি যদি ঐ সিঁথিতে সিঁদুর-
সত্য উপলব্ধি আদি নারীতে অদূর!"
                --০--