বুঝি নাকো তোমার চপল মন মর্জি-
অকারণ কেন গো শুধু উঠো গরজি?
প্রথম প্রেমের শ্রুতিময় এতো আর্জি-


মধুর স্বরে শুনাই তব কানে কানে!
কঠোর তোমার শব্দভেদী বাক্যবাণে-
বারংবার যে লাঞ্ছিত হই অপমানে-


ওষ্ঠাগত প্রায় মম এ অতৃপ্ত প্রাণ!
কেন গো করো এতো বিদ্রূপ ব্যবধান?
আচরণে পাই যে অভিনব প্রমাণ!


অতীত সুখে ফিরাও তোমার নয়ন-
করো গো আবার প্রেমের স্মৃতিচারণ-
ভালোবেসে ছিলেম মোরা তৃপ্ত দুজন!


সুমধুর কন্ঠে যবে আমারে ডাকিতে-
সেই ধ্বনিতে নৃত্যে লম্ফে আনন্দ গীতে-
আসিতাম ত্বরায় তোমার সম্মুখেতে!


অনুগত শিষ্যের বেশে আমি একাকী-
সর্বস্ব সমর্পণে প্রেমের যজ্ঞ আঁকি-
আপনারে আহুতি দানে, অতীত সাক্ষী!


পরস্পর প্রেমের আনন্দিত অনলে-
দহনে আপনি হাস্যমুখে ঝোঁকে ছিলে-
স্বতঃস্ফূর্ত স্বীয় তব প্রতিভার বলে!


অশ্রুজলে মোর কৃষ্ণ-অঙ্গ স্নাত রাখি-
সজল নয়নে হে প্রেয়সী! তোমা ডাকি-
অতীত স্মরিয়া দাও সাড়া, ওগো সখি!-


রমণীয় মন যেন চক্রব্যূহ সম-
অভিমান সদা তব ব্যূহরক্ষা ধর্ম-
ব্যূহভেদ করিতে জানাই নমো নমো-
প্রেমের উদ্বোধন করো, হে প্রিয়তম!
              ----০----