আমিত্ব স্বার্থ বর্ধনে ভ্রম দেহমনে-
স্বাগত চিত্ত আচারে ক্রমে দৈন্য হরে।
সূর্যমুখী প্রীত সূর্যরশ্মি অভ্যর্থনে-
আনন্দে চকোর সদা চন্দ্রোদয় স্মরে।
মেঘের গর্জনে বারি চাতক আহ্বানে-
নদীর প্রবাহ নিরন্তর ঐ সাগরে।
আঁধার জগৎ ধ্যানে ঊষা আমন্ত্রণে-
প্রকৃতির মহা যজ্ঞে আজ্ঞে পরস্পরে।


মনুষ্য সেই রহস্য দেহে অনুভবে।
কুমারীর উপবাস অষ্টাদশে চূর্ণে-
শ্রীকুমার একবিংশে কৌমার্য প্রদানে।
প্রসূতির প্রতীক্ষা নবজাত প্রসবে।
দেহী যজ্ঞে আহুতি মানবীয় প্রবৃত্তি-
উৎসাহী কিঞ্চিৎ মনু তনু ত্যাগী যতী।
             ----০----