***********
****************


বাবার কথা মনে হলেই
    নয়ন ভাসে জলে,
নেই আর মনে কখনো কি
    উঠেছি তাঁর কোলে?


মুখখানি তাঁর কেমন ছিল
   পড়ে না আর মনে,
বাবার গল্প খুব শুনেছি
     শুয়ে মায়ের সনে।


লম্বা গড়ন ফর্সা বরণ
     বাবা এমন ছিল,
মেজ ভাইটি দেখতে যেন
     বাবার মতই হল।


বাবাও তার মা দেখেনি
  ডাকতো আমায় "মা",
বুকেই নাকি ঘুম পাড়াতো
    বলতো আমার মা।


কাঁধে তুলে আমায় নাকি
     মেলায় নিয়ে যেত,
কাঠের ঘোড়া,মাটির পুতুল
        কিনে দিতো কত।


একটু বড় হলাম যখন
     হলাম পিতৃহারা,
বাবা এখন বিস্মৃতির ঐ
   দূর গগনের তারা।


খেলার সাথীর বাবা যখন
     ডাকতো প্রিয় নামে,
চোখের পানি মিশত আমার
      গায়ের ঝরা ঘামে।


কালক্রমে  ছেলে যখন
  আসলো আমার কোলে,
বাবা ডাকার আজন্ম সাধ
   মেটাই এখন ঘোলে।


বাবার কথা লিখছি যখন
  চোখ ভিজে যায় জলে,
ছেলের কাছে কান্না লুকাই
     নানান কথার ছলে।


দোয়া করি বাবার যেন
    জান্নাতে হয় বাড়ি,
দু'হাত তুলে খোদার কাছে
   এই ফরিয়াদ করি।
------*******-----


#জোহরা খাতুন
২২/১১/১৭