☺বাবুই সোনা পাখি☺
      ***************
     জোহরা খাতুন
      *****************
            ২৩.১২.১৭


মনের দামে   কেনা আমার
      সোনা বাবুই পাখি,
রাত্রি দিনে       প্রতি ক্ষণে
     করে ডাকাডাকি।


সকাল সাঁঝে    মনের মাঝে
       তারই আনাগোনা,
হৃদয় জুড়ে      তার ছবিটি
       নিবিড় করে বোনা।


নিশিরাতে      গান শুনিয়ে
       পাড়িয়ে দেয় ঘুম,
রোজ বিহানে     রাঙা ঠোঁটে
        দেয় কপালে চুম।


বাবুই সোনা      পাখিটারে
        বড্ড ভালবাসি,
দুঃখ ভুলি      শুনে যে তার
       মিষ্টি মধুর হাসি।


মন ভোলানো     ছলা কলায়
         মাতিয়ে রাখে মন,
পাখির সাথে     কই যে কথা
         আমি সারাক্ষণ।


বাবুই আমার    লক্ষ্মী সোনা
        মায়ায় ভরা মুখ,
মুখ পানে তার    চেয়ে থেকে
        ভুলি সকল দুখ।


ভুল বুঝে তুই    সোনা পাখি
         যাসনে কভু উড়ে,
তুই যে আমার      ভালবাসা
        আছিস হৃদয় জুড়ে।


তোরে ছাড়া      মন বসে না
     আমার কোন কাজে
আছিস যে তুই    সারাক্ষণই
     আমর হৃদয় মাঝে।


ফাঁকি দিয়ে     পাখি আমার
        যাসনে কভু চলে,
আমি তো হায়     মরেই যাব
        কভু এমন হলে।
    *****************