বিমূর্ত অভিসার
       *******    


আমি স্বপনে তাহারে কাছে টানি
দূরে ঠেলে দিই কল্পনায়।
আমি স্বপনে রচি বাসর আমার
বিলাসি প্রেমের জল্পনায়।


বাস্তবে আমি শূন্যতায় ভাসি
কল্পনায় রই পূর্ণতায়।
স্বপনে তাহারে আড়ালে রাখি
ভালবাসি তারে মৌনতায়।


আমি কল্প লোকে তাহার সনে
ঊর্ধ্বাকাশে দিই পাড়ি।
স্বর্গের অপ্সরা অপ্সরি হয়ে
সুখ আস্বাদনে খাই গড়া গড়ি।


কল্পনায় তাহারে জড়ায়ে ধরি
অধরে আঁকি সুখ চুম্বন।
স্বপনে পোড়াই তপ্ত শ্বাসে
দিবালোকে  হৃদ কম্পন।।


জোহরা খাতুন রোজ
১১.৯.১৭
------+++++---------