এখানে কবিতাটি দিন।
   ৭★ছোট বেলার ঢাকা★
      #জোহরা খাতুন
   ★★★★★★
হন্যে হয়ে ছাদে গেলাম
চাঁদ দেখবো তাই,
অট্টালিকায় আকাশ ছাঁওয়া
চাঁদের দেখা নাই।


চিলেকোঠায় ভরতি আকাশ
নেইকো কোথাও চাঁদ,
একচিলতে দেখবো আকাশ
আমার বড় সাধ।


একশো  ডিগ্রী ঘাড়খানাকে
বাঁকিয়ে নিয়ে পিছে,
অট্টালিকা দেখি কেবল
আকাশ দেখা মিছে।


দিবাকরের ওঠা ডোবা
সেই দেখেছি কবে,
থাকতে জীবন এ শহরে
আর কি দেখা হবে?


তারায় ভরা আকাশটাকে
দেখতে চায় মন,
শেষ কবে যে দেখেছি তা
নেই মনে সে ক্ষণ।


প্রতিদিনই নিয়ম মেনে
চাঁদ সূর্য ওঠে,
অপূর্ব সে দৃশ্য দেখা
কপালে না জোটে।


চাঁদের আলোয় ঘরখানা আর
করে না ঝলমল
পাশের বাড়ির বাতির আলোয়
চোখ জ্বলে কেবল।


চড়ুই কাক শালিক টিয়া
দেখতাম কত রোজ,
এখন আর পাখিগুলোর
পাই না কোন খোঁজ।


লম্বা শ্বাসে পাই না নিতে
নির্মল কোন বায়ু,
দিনে দিনে কমছে যেন
সবার গড় আয়ু।


ইচ্ছে করে ফিরে পেতে
ছোট বেলার ঢাকা,
যানজট নাই, মানুষও কম
নিরিবিলি ফাঁকা।


৩১/০১/১৮






   ৭★ছোট বেলার ঢাকা★
      #জোহরা খাতুন
   ★★★★★★
হন্যে হয়ে ছাদে গেলাম
চাঁদ দেখবো তাই,
অট্টালিকায় আকাশ ছাঁওয়া
চাঁদের দেখা নাই।


চিলেকোঠায় ভরতি আকাশ
নেইকো কোথাও চাঁদ,
একচিলতে দেখবো আকাশ
আমার বড় সাধ।


একশো  ডিগ্রী ঘাড়খানাকে
বাঁকিয়ে নিয়ে পিছে,
অট্টালিকা দেখি কেবল
আকাশ দেখা মিছে।


দিবাকরের ওঠা ডোবা
সেই দেখেছি কবে,
থাকতে জীবন এ শহরে
আর কি দেখা হবে?


তারায় ভরা আকাশটাকে
দেখতে চায় মন,
শেষ কবে যে দেখেছি তা
নেই মনে সে ক্ষণ।


প্রতিদিনই নিয়ম মেনে
চাঁদ সূর্য ওঠে,
অপূর্ব সে দৃশ্য দেখা
কপালে না জোটে।


চাঁদের আলোয় ঘরখানা আর
করে না ঝলমল
পাশের বাড়ির বাতির আলোয়
চোখ জ্বলে কেবল।


চড়ুই কাক শালিক টিয়া
দেখতাম কত রোজ,
এখন আর পাখিগুলোর
পাই না কোন খোঁজ।


লম্বা শ্বাসে পাই না নিতে
নির্মল কোন বায়ু,
দিনে দিনে কমছে যেন
সবার গড় আয়ু।


ইচ্ছে করে ফিরে পেতে
ছোট বেলার ঢাকা,
যানজট নাই, মানুষও কম
নিরিবিলি ফাঁকা।


৩১/০১/১৮