-
==================
আমি যখন টেনে পড়ি
    সে পড়ত এইটে,
ফুলের তোড়া নিয়ে হাতে
  আসতো  স্কুল গেইটে।


একটি নজর দেখতে আমার
       দীঘল ঘন কেশ,
কত না সে গাল খেয়েছে
   নেইকো হিসেব লেশ।


কত করে বলতাম ওরে
  "তুই যে ছোট কত!"
বলতো আমায়,"ভালবাসি
     দাওনা বকা শত।"


এইট পড়ুয়া ছেলেটা যে
      গেছে এত পেকে,
আমি শুধু পালিয়ে যেতাম
       নিত্য ওর থেকে।


দস্যি ছেলে ছলে কলে
  নিলো আমায় কেড়ে,
আমিও তাই জিতে গেলাম
    প্রেমের কাছে হেরে।


এমনি করে  বছর দুয়েক
   যেই পেরিয়ে গেলো,
একটা ঝড়ে প্রেমের আকাশ
     করলো এলোমেলো।


ওকে আমি রেখে ছিলাম
   হৃদয়ের এক কোণে,
বছর ত্রিশ বাদে আবার
ফোন এলো মোর ফোনে।


কণ্ঠ যে তার বদলে ছিল
  এমন আকাশ পাতাল,
চিনতে বেশ বেগ পেয়েছি
    একটা যেন মাতাল!


এই তো আমার পাগল প্রেমিক
       এইট পড়ুয়া ছেলে,
ভাবছি,আমার ফোন নম্বর
      কেমন করে পেলে?'


বাঁধ ভাঙা সেই খুশির চোটে
     হারিয়ে কথার তাল,
মনের জিদে দিলাম তাকে
       ইচ্ছে মত গাল।


মান অভিমান শেষে আবার
      প্রেম যে হল গাঢ়,
ছাড়ছি না আর হাতটা প্রিয়
     মারলে আমায় মার।
--------++++--------
৯/১/১৮