💜💜💜💜💜💜
★★★★★★★
উনিশ বিশে বঙ্গদেশে
ফুটেছিলো একটি ফুল,
তার সুবাসে হৃদয় হাসতো
নাচতো মন দোদুল দুল।


বুক ভরাতো দু:খ তাড়াতো
টুংগীপাড়ার ঐ ফুলে,
সমূলে তা উপড়ে ফেললো
কুলাংগার ক'টি ছেলে।


কুলাংগার সব পালিয়ে গেলো
মুজিব ফুলটি ছিঁড়ে,
দেশের মানুষ কাঁদলেও আর
ফিরবে না সে নীড়ে।


এমন ফুল আর ফুটবে না'গো
হাজার বছরেও কভু,
আরেকটি ফুল চাই গো মোরা
দাওনা মোদের প্রভু।