সংশয়
♦♦♦♦♦


ছোট্ট একটি পাখি আমি
           থাকি গাছের ডালে
হঠাৎ করে ঝড় এলো
       সংশয়


ছোট্ট একটি পাখি আমি
           থাকি গাছের ডালে
হঠাৎ করে ঝড় এলো যে
           কি আছে কপালে!


ঝড়ের তোড়ে ডাল ভাঙে
              সাথে একটি পা
উড়ে  বসি অন্য ডালে
              উপায় ছিলো না।


সেই ডালটিও ভেঙে পড়ে
          ভাঙে আমার ডানা
কোথায় গিয়ে জুটবে যে ঠাঁই
          ঠিকানা নাই জানা।


অসহায় এক পঙ্গু পাখি
              সঙ্গী সাথী হীন
নীড়ের খোঁজে ধুকে মরি
             যায় যে হেলায় দিন।


গগন পানে সন্ধ্যা নামে
              বৃষ্টি বজ্রপাতে
হিয়া কাঁপে মরণ বুঝি
         আছে অপঘাতে।