সময়ের নানারূপ
*******************
নিস্তব্ধ রাত একাকি কাটে
বিনিদ্র ,
অনিশ্চিত সময়ের আগমনি বার্তায় বাজে অচেনা সুরের লহরী,
নিশ্চিত প্রভাতির আহ্বানে।


প্রত্যুষের আবীর রঙা প্রভা
হয় যে বিলিন
মধ্যাহ্ন হলে সমাগত।
দিবসের বর্ণ লুকায় কেবলই
যামীনির দ্বারে হয়ে নতজানু।


দিবস, যামীনি, প্রভাতি ও সাঁঝ
এই তো সময়ের খেলা
দিন শেষে তবু ক্লান্ত এ পথিক
হারায়েছে সকল দিশা।


নিশি কেটে ভোর, দিন শেষে যে রাত
সময়ের এই তো বাহাদূরী।
সৃষ্টিকুল সময়ের কাছে
অসহায় কেবল।