হে দোজাহানের বাদশাহ তুমি
এ অশান্ত মনের শান্তনা।
এই অধমের ক্ষুদ্র হৃদয়,
তুমি যে শুধু ভরসা ।
তাই বুঝি আজ খুঁজে পাই মনে,
হাজার শান্তি সুখের ভাষা।
কবে থেকে মনে রেখেছি পুষে
এক বুক ভরা আশা।
এ দু নয়ন দিয়ে দেখব কাবা
দেখব মদিনা।
দিবা নিশি আজ ও ভগ্ন হৃদয়,
ভাবে তোমারি ভাবনা।
হে আমার অন্তর্যামী!
তোমারি নূরের আলোয়,
হতে চাই আলোকিত আমি।
আজ ও তোমাকে না দেখার বেদনায়,
কাঁদে যে আঁখি দুটি কাঁদে নিরালায়।
তাই তোমারি নামে, তোমারি শানে,
গাইব যে আমি মন মুখরিত গান।