গোধুলীর অন্তিম লগ্নে,
বড্ড অভিমানী তুমি।
       জানিনা কি অভিমানে সেদিন,
       নিয়েছিলে শেষ বিদায়।
আমরা যে ছিলাম এক ই বৃক্ষে,
ফোটা দুটি ফুল-কলি,
       সু্বহে সাদিকের পবিত্র মিষ্টি হাওয়ায়,
       কিচিরমিচির চঞ্চলা পাখিগুলি ছিল,
       আমাদের নিত্য দিনের ভোরের সঙ্গী।
তোমাকে হারিয়ে এ অবুঝ হৃদয়
আজ ও বড় অশান্ত,অসহায় দিশেহারা।
       আমার এ অশ্রুসিক্ত দুই নয়ন
       তোমাকেই খুঁজে ফিরি অবিরাম।
খুঁজে ফিরি এই অরণ্যে,সুদূর সীমানায়
শীতের শিশিরে,বসন্তের আঙিনায়।
       অগণিত কানায় কানায় প্রতিটা মুহূর্তে,
       মনে হয় এই বুঝি তুমি ডাকলে আমায়।
তোমাকে হারিয়ে আজ বুঝেছি
আসলেই তুমি ছিলে হাজারো
ঝিনুকের মাঝে এক মুক্তা।