প্রিয় মদিনা! আমার স্বপ্নের মঞ্জিল,
আমার শান্তির শেষ ঠিকানা।
তোমারই মহব্বত এ লিখছি এই কবিতা।
জানি তুমি ডাকছ আমায়,
এ অবুঝ হৃদয় জানান দিচ্ছে তাই,
বিরহী এই মন অপেক্ষায় আছে
তোমারই দীদারের আশায়।
এই নিদ্রাহীন আখীদ্বয়ের আকূল চাহনি,
কবে পাবে তোমারই সোনালি সবুজের রূপ মাধুর্য?
এই কূলশিত অন্তর নূরানি স্বপ্নে বিভোর,
মিষ্টি এক যন্ত্রণায় পুরছে যে দহন,
কবে আসবে সেই মধু ক্ষণ?


আমার স্বপ্নের মদিনা!
জীবনে যে কত বসন্ত এসে চলে গেল,
তবু আজ ও এল না সেই মাহেন্দ্রক্ষণ।
না পাওয়ার বেদনায় এই দগ্ধ রূহের
আর কত বসন্ত রাখবে অপেক্ষায়?
এ নিশি যেন চায় না ঘুট্‌ঘুটে কালোর ঢল।
চায় না এ প্রহর দীর্ঘ হোক।
তাই তো আমার প্রভুর শানে, মন জপে বারে বার।
এ পাপীকে ক্ষমা করে তোমার প্রিয় হাবিবের,
মোলাকাতে ধন্য কর গো আমায়।