মাত্রা এক : প্রথম পক্ষ


আমাদের সমান্তরাল একটা স্বপ্ন ছিলো,
কিংবা দিকভ্রান্ত তুমি।
সভ্যতার জাঁতাকলে পিছিয়ে পড়ি আমরা,
এগিয়ে যায় হত্যাকারী।


মাত্রা দুই : দ্বিতীয় পক্ষ


আমি নীরবে জেগে রইলাম,
তুমিও তাই...
ভোরের সূর্য সাজে,
পাখির কলরবে -
সঙ্গী হতে পারি না ?


মাত্রা তিন : হত্যাকারী


শীকরের নীরবতা জানে - প্রতিটা বৃক্ষ,
পাতাদের আন্দোলন থেমে যাক।
ভোরের কান্না তোমাদের কানে পৌঁছবেনা জানি -


তাই বলে কী, আমিও নীরব...!