আর তুমি,
তোমাতে গলিত এই চোখ
সমুদ্র জলে একদিন
কুড়িয়ে পাবে বিক্ষোভ
**
দুটি হৃদয়, অঝোর বৃষ্টিপাত, নিঃশব্দ হাসি
একটি দুপুর, লাজুক পাখী, পাহাড় উচ্চাভিলাষী।
**
সদ্যপ্রসূত হাসি দেখে থমকে গেলে,
অতিপ্রাচীন অশ্রু দেখে পালিয়ে যাবেনা তো ?
**
শীতের রেশ এখনো আমার ভ্রূতে লেগে আছে
আর তুমি ধুয়ে ফেললে
চিবুকের কঠিনতম মেঘ!
**
দণ্ডায়মান ভবিতব্য
আমাদের নখ কাটছে
এসো, এবার না হয় শুরু করি
সুবেহ সাদিকের তজবিপাঠ
**
চারপাশে কত হাসির ঘ্রাণ
অথচ আমার কানে আসে অনর্গল কান্নার প্রলাপ
বুঝতে পারছিনা প্রিয়!
কান্নার পেছনে হাসি, নাকি
হাসির পেছনে সারি সারি কান্নার অবয়ব ।।