পচন ধরেছে অপেক্ষার গায়
অতি স্বার্থপর ভিখারী এবার  
অন্য জনগোষ্ঠীর সুপ্রিয় অতিথি
তাঁর চিবুকে খইনির লোভ।
এ নখে গ্রিজের দাগ লেগে ছিল বলে
তখন আঁকড়ে ধরিনি পায়রার ডানা
পাছে দূষিত হয় সফেদ হাইওয়ে
চোখে লেগে যায় বিষের তকমা ।
আজ কালান্তরের অভিপ্রায়,বিছুটির জানালায়
ছোপ ছোপ মেঘ টের পাই, প্রলিপ্ত অভিলাষ টের পাই  
তাই ঠোঁট নয়,
প্যারোলে কিছু কাগজের চুমু চাইলাম  
দিয়ে দিও,আমার চিবুকে এখন
দীর্ঘ বিষাদের উড়ন্ত সেতু সংলাপ-রত।