ব্যাবধান ক্ষীণতম হচ্ছে
আমি নতুন সফরের
কাজল পরে নেই চোখে ,
মরুভূমির রুক্ষ তেপান্তরে
আমি প্রকম্পিত মুসাফির ।
আমার নাম নিওনা
সুপ্রিয়-মেঘদল
রিনিঝিনি অম্বর কোলাহল
শুধু জেনে নাও
নব্যতাহীন এই প্রস্তরই যে
আমার সবটুকু সম্বল  ।


-মুসাফির-


সে পথ সুদীর্ঘ সঙ্কুল
কঙ্কর, সূচ বিদ্ধ
বিভীষিকা আয়োজন
তবু হৃদয়-মরীচিকা , অবাধ্য ।
প্রহসন
আহ! প্রহসন !


-প্রহসন-