ডাক্তার পেশায় তুমি ডাক্তার
কর্ম তোমার প্রাণ বাঁচাবার
দায়িত্ব  কর্তব্যে রয়ো সদ্ব্যবহার
সেই মর্মে তোমার মহান অবতার


ডাক্তার পেশায় তুমি ডাক্তার
জীবন নিয়ে করো কারবার
ক্ষুধা মেটে না তোমার লোভ লালসার?
কতই না জীবন করেছো অন্ধকার!


ডাক্তার পেশায় তুমি ডাক্তার
যাইনা কানে মানুষের চিৎকার?
দেখো না তাদের হাহাকার?
মানুষ হিসেবে তুমি দ্বিকার!


ডাক্তার পেশায় তুমি ডাক্তার
সাধারণ রোগী সে নয়তো করোনার
পাচ্ছো ভয়, দিচ্ছো ফিরিয়ে বারবার
তাদের মৃত্যু  কি নয় তোমাদের দায়ভার!


ডাক্তার পেশায় তুমি ডাক্তার
যে কলেজে সুযোগ পেয়েছো পড়বার
রাজস্ব করই শক্তি তার চলবার
তবুও তোমাদের এতো অহংকার!


ডাক্তার পেশায় তুমি ডাক্তার
পরিচয় দিয়েছো তোমার নিষ্ঠার
সেবায় জীবন বাজি যার
সেই তো ধর্ম  ফ্রন্টলাইন যোদ্ধার।