চলো, পাতি হাঁস হই দুজন মিলে,
সাঁতরাই শান্ত সরোবর জলে।
চলো, ডুব দিই জলের অতলে,
মিলে মিশে একাকার দিন রাত ভুলে।
এখানে ঝড় এলে ঝোঁপের বুকে,
বৈরী হাওয়ায় কেঁপে কেঁপে,
অসহায় আলিঙ্গনে দুঃখ রুখে,
বিধাতারে ডাকি প্রেমানুতাপে।
শামুকের খোলে, হেলেঞ্চার পাতায়,
ছড়াক দু-জোড়া পায়ের ঝাঁকুনি।
বার বার ভেদ করে নির্জনতায়,
সুর তুলি যে গান আগে শোন নি।
চলো পাঁতিহাস হই দুজন মিলে,
পাখনায় পালকে ঠোঁটে তিলে তিলে।
.
জোনাইদ
202407051200