তুমি বলেছিলে
এ পৃথিবী ঈশ্বরের,
সে ছাড়া আর কেউ এখানে কর্তৃত্ব স্থাপন করতে পারেনা,
কিন্তু বাবা এখনো আমি ঈশ্বরকে খুঁজে পাইনি,
মোহ আমার ঈশ্বরকে আড়াল করে রেখেছে।



বাবা যখন আমাকে কাঁধে চেপে হেঁটে বেড়াতেন
নির্ভয়ে নীলাকাশ স্পর্শ করার স্বপ্নে
বাবার মুখ দেখা হতো না,
আমাকে কাঁধে চেপে বাবা নিচু হয়ে যেতেন,
কিন্তু
বাবার থেকে উঁচু কোনো পর্বত
আমি আজও কোথাও দেখিনি।