আমি যা ছুঁতে পারিনি,
মনের অক্ষত শীতলতা,নিস্তব্ধতা,
যতো লুকানো ভাঁজ, ও শব্দের যতো প্রমত্ততা।
তুমি রাখতে পেরেছো ধবল পদতলে সঞ্চিত চিহ্ন,
কিংবা অক্ষত দেহ?
বরফ দিয়ে যে আবরণ তোমার,
তাপ পেলেই গলে গলে পরে,
নিজের জন্য কি রাখতে পেরেছো
সঞ্চয়, পরিচয় !
তোমাকে পেলে হয়তো সুখী হতাম,
কিন্তু কবি হতে পারতাম না,
অথচ আমি কবি হতে চেয়েছি সবসময়।
যেখানে সুখ,দুঃখ সব সমান।
সবশেষে জীবন জানিয়ে গেলো
যারা গন্তব্যে পৌঁছে যায়
তাদের প্রেমের কোনো প্রয়োজন থাকে না!