কতোদিন, কতো দীর্ঘ জীবনের ক্লান্তি!
সময়ের ধারালো ছুরি হৃদয় কেটে যা বাকি রেখে গেলো
সে আমার আজন্ম দাগ।
যখন শরীর ছিলো না,
একটি মন ভ্রূণ নিয়ে দৌঁড়ে দৌঁড়ে
ক্লান্ত হয়ে পৃথিবীতে এলো,
সে ক্লান্তি এখনো আমার চোখে, মুখে।
আমার সকল ক্লান্তি ছুঁয়েছিলো মা'কে
ক্লান্ত চোখ, মুখ মুছে দিতে দিতে
আমার মা আজীবন ক্লান্ত রয়ে গেলো।
উৎসর্গ : আমার সংগ্রামী আম্মা'কে।