সুতীব্র চিত্কার,
অতঃপর নেমে এলো আনন্দ।

ঝলমল পৃথিবী জননীর কোলে
ধীরে ধীরে মিশে যায় ব্যস্ত
নগর।
ঘোর লাগে চোখ,মুখ,আর ব্রহ্ম
তালুতে
আনন্দ বেদনায় পেরিয়ে যাওয়া সহস্রদিন!

বোশেখ..
বিশ্ব নিখিল আমার দ্বিতীয়
জননী।
মনে রেখো জননী তোমাকে
দিলাম আরো একটি হাশর!