তোমাকে বেঁধে রাখতে চাইনি কখনো, 

তুমি উড়তে চেয়েছো আমি আকাশ হয়েছি

তুমি ঘুমুতে চেয়েছো, আমি আঁধার হয়েছি

তুমি ভালোবাসতে চেয়েছো আমি প্রেমিক হয়েছি,

আমাকে তুমি কাছে পেতে চেয়েছো, আমি নিঃশ্বাস হয়ে তোমার শ্বাসে সাঁতার কেটেছি। আমার কোলে তুমি কবিতা তুলে দিতে চেয়েছো, আমি শিরোনাম নিয়ে দীর্ঘ কল্পনা যাপন করেছি, 

তুমি ফিরতে চেয়েছো, নিরবে আমিই ফিরে গেলাম। 

আমার বেমালুম পাল্টে যাওয়ায় হারিয়ে গেলো স্বজাত স্বভাব,

এখন নিজেকে বুঝতে যতো যাতনা, কোন রূপ যে আমার তা যদি জানতাম, নিঃসঙ্গতার দাবানলে জ্বলতো না আমার মেঘনাদ মন।

তোমাকে ফিরে যেতে দিয়ে একাকী অসীম রাত আমাকে করেছে আপন!