তুমি আমায় ভুলে আছো দিব্যি,
এ আলোয় ভরেনা মনের গহীন আসন।
আমার নির্বাক প্রকৃতি, অপরূপ ভুলে
মিশেছে কোন আষাঢ় শ্রাবণে!
আমার মধুমিতা রাত, ভুলে গেছো কতোদিন,
করেছো পর, হয়েছো নিজের খুব অপরিচিত!
অথচ
আমি রাত ভালোবেসে হয়েছিলাম আঁধার হরকার!
আমি আঁধারে ছুটছি আর আঁধার আমার পিছনে।
আমার চতুর্দিকে চতুর্ঘাত রাত,
আর সময়ের নিয়মে তুমি
জীবন নদীর ভেলায় ভাসছো
আর ডুবছো।
এ ভাসাডুবু জীবনে কতোই বেঁচে থাকা যায়!
তবুও তুমি হাজার বছর বেঁচে থাকো
আমার চারপাশ আঁধার হয়ে,
যে আঁধারকে দেখেই নিতে পারি
আমার অন্তিম শ্বাস।