দেখো! নীলকণ্ঠের কাঁপুনিতে স্বপ্নের চাঁদ কেমন করে পাখি হয়ে উড়ে বেড়ায়! ঐশ্বর্য হারায় সাগরমাতা, তীরে পরে থাকে জন্মলালিত কলঙ্ক! ভালোবাসা না পূরায় জীবন, সেটা তো প্রেম নয় একটা নিয়ম যেটাতে প্রেম বাঁধা।
আমি তো জীবনের হারানো গন্ডিতে দাগ এঁকে যাচ্ছি, হয়েছি বিলীন তোমার প্রশ্বাসের ভিতর, নিজস্ব হাড়ের ভেতর জ্বেলেছি আগুন, তারপর চোখে চোখ রেখেছি!
আমাদের দেখায় কতো পার্থক্য! তুমি স্বপ্ন আমি বাস্তবতা।
আমরা তো একই প্রভুর ভক্ত না!
ভাবনার হাওয়ায় বসে যারা ভাবে তারা কেবলই ভিন্ন, আলাদা নিয়মে জীবনের পথ-আলপথ। সেটাতে ভালোবাসা ছাড়া অন্ন কোন নিয়ম নেই যেখানে আমরা পরম সাথী।