আমি তোমাকে ছাড়া বাঁচবো না;এমনটা বলবো না।
আমি তোমাকে না পেয়ে মরবো না;
অপেক্ষায় থাকবো নির্বাণ লাভের।
তোমাকে পাওয়াই আমার কাছে নির্বাণ লাভ।।


আমি তোমাকে ছাড়া বাঁচবো না;এটা বহুল ব্যবহৃত চিরন্তন মিথ্যা।
তুমি যদি আমার ভালোবাসা-ই হও তাহলে তোমাকে কল্পনায় আলিঙ্গন করে অর্থাৎ তোমার দৈহিক উপস্থিতিকে উপেক্ষা করে ঠিক বেঁচে থাকবো।


ভালোবাসার বেসিসে 'তোমাকে ছাড়া বাঁচবো না' যোগ্যতাবিহীন ব্যর্থ বাক্য।
বিয়ে-ই যদি কোনো ভালবাসার নিঁখুত পরিনতি হয়,
তবে বেশিরভাগ বিয়ে হয় অর্থের সহিত রূপের,
সামাজিক সহঅবস্থানের; সেখানে ভালোবাসা শব্দখানাকে স্ক্যানার দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না।


বিশুদ্ধ ভালোবাসাতে একসাথে শোয়া,বসা,হাঁটা-চলা,ফাস্টফুড খাওয়া,কথা বলে স্মার্টফোন গরম করা হয়তো থাকে;
একসাথে থাকার বাহানা হিসেবে;
কিন্ত ভালোবাসা মানেই এসবকিছু না।


ভালোবাসতে স্পর্শ লাগে না,
অর্থ লাগে না,
চোখের দেখা লাগে না।
ভালোবাসতে এমন অনেক কিছুই লাগে না যাকে আমরা ভালোবাসা মানে বুঝি....
আসলে ভুল বুঝি
ভালোবাসা হচ্ছে এমন এক ইতিবাচক সত্যি যা ব্যক্তিকে দিয়ে ভালো কাজ করায়
ভালো স্বপ্ন দেখায়, পৃথিবীর সকল ভালোকে ভালোবাসায়।।