মিথ্যা দিয়ে কাউকে জয় করা যায় না,শিকার করা যায় মাত্র।


'সত্য' মানব চরিত্রের তিক্ত ঔষধ, যেটা চরিত্রহীন মানবের নিকট বিষ স্বরূপ।
মিথ্যাবাদীকে সকলেই ঘৃণা করে,কারণ 'মিথ্যা বলা মহাপাপ' সকল ঐশ্বরীক গ্রন্থ বলে ।


কিন্ত অর্ধ সত্য স্লো পয়জন,তাঁর ক্ষতিকর প্রভাব আরো বেশি;
অর্ধসত্যবাদীদের চেনা বড়  দায়,তারাই সমাজের ছদ্মবেশী।


প্রেমিকাকে মিথ্যা বলে ভঙ্গুর বিশ্বাস অর্জন করা যায়; পক্ষান্তরে সত্য সম্পর্ককেও সত্য করে তোলে


'সত্য' কখনো হারাবার কারণ হয় না,হারাবার কারণ হয় সত্য গ্রহণের মানসিকতা।