অশ্রুস্নানে সিক্ত হয়ে পেতে চাই সুখের মোহনা,
হাসতে চাই শেষ একটি বার।
চির তৃপ্তির হাসি,মায়ের কোলে যেমন শিশু পরমানন্দে খিলখিল করে হাসে,ঠিক সেই হাসি।


সদ,চিৎ ও আনন্দময় সত্তার সন্ধানে নিজেকে সঁপে দিতে চাই,
শুধু একবার হাসতে চাই,
চিন্ময় যে হাসি পরিবেশকেও স্বর্গীয় করে তোলে।
এমন হাসি হাসতে চাই,
যা ঠোঁট,দন্ত,চোখ,দেহ সব ছাড়িয়ে আত্মা হতে নির্গত হবে।


প্রতীক্ষায় আছি সেই সময়ের,
যখন হাসি শুধুমাত্র দুই ঠোঁটের প্রসারণ হবে না,
হাসি হবে হৃদয়ে উদ্বেলিত আনন্দের প্রতিফলন।
প্রতিক্ষায় আছি, কবে পাবো নিজ বাসভবন?
গোলক বৃন্দাবন!
করিব কৃষ্ণ সেবা পদসেবন -পূজন।