জন্ম মোর সোনার বাঙলায়
গর্ব মায়ের আদর-মায়ায়,
কৃষানের পরশ ছোঁয়ায়
সবুজ-মাঠে স্বপ্ন দোলায়।


হাজার দেশের রানী সে যে
মায়ের-বাংলাদেশ,
হৃদয়ের কোণে,একই সুর বাজে
মাটির-বন্ধনে,দিন কেটে যায় বেশ।


শাপলা-শামুক বিলের পাড়ে
বরষার জলে ভাসে,
হৃদয়ের পাণে সুখ নাড়ে
জোছনা রাতে চাঁদ হাসে।


বাঁকে বাঁকে উড়ে যায় বক
ঐ নীল আকাশের তীরে,
সোনালী রোদে করে চকচক
নদীর কূল জুড়ে ;
স্বপ্ন-ছোয়া আকাশ যেন হৃদয়ের নীড়ে।


প্রানে-ভূমির মায়া যেন
হৃদয়ে ফুরায় না,
দূর দেশে যাব কেন
এ মাটির সাথে যেন
সারাজীবনের লেনাদেনা।


রাত ৮ টা ৩০
১ সেপ্টেম্বর ,২০১৩
১৭ ভাদ্র,১৪২০।