মাঠে ক্ষেতে ভরে গেছে জলের ছায়ায়
হাঁটে যেতে চড়তে হবে উজান নৌকায়
দেখে মনে হয় সেজেছে আজ সাগরে
গাঙের ঢেউয়ে ভেসে যায় যেনো পাহাড়ে।
কিছুদিন আগে ছিলোনা এতো পানি
নোঙর উড়িয়ে বাতাসে নৌকো টানি।


এদিন-ওদিক জাল ফেলে মাছ ধরে জনে
স্টিমার কোনে চুপে চুপে কাঁদে কনে
একটু না'হয় কালো মেঘে ডুবে যায় চর
মিষ্টি হাসিতে হেসে যায় ঐ কনের বর।


এলো এলো এলোরে এলো বর্ষা
কোথায় যাও জলে ভেসে
ওগো অর্ষা..…।