এমনও হয়
সে চলে যায়
না বলে
সে চলে যায়
না ফিরে আয়

দুখের জলে, ভাসিয়ে
নগরের দিন রাত ভোর...

সে চলে যায়
ফিরবে না
ফেরাতে পারবে না
পিছু ডেকোনা...

এমনও প্রাণে থাকে সে
গেলো যে,
ভোলা যায় না
ভুলে যেওনা।