আবার আসবো ফিরে !


আবার আসবো ফিরে তোমার জানালায় ,
ঘরে বসা লোক আবার ফিরবে চেনা কাজিয়ায় I
দেখা কি হবে চেনা রাস্তায় ? –
ঠিক আবার আগের মত , ‘কেমন আছো বলে  -‘ !
স্পর্শ করব তোমায় নির্দ্বিধায় I
দূর হবে আর্থিক বিপর্যয় ,
দূর হবে বেঁচে থাকার অনিশ্চয় -
দূর হবে অকাল মৃত্যুর পরোয়ানা ,
দূর হবে ঘরে ঘরে মহামারীর বিভীষিকা I
দেখা হবে তোমার সাথে সন্দেহের ঊর্ধ্বে -
শ্বাসবায়ু নেব প্রাণভরে, মুক্ত আকাশের তলে সবার মাঝে I
আবার উঠবো মেতে পুরনো সেই চায়ের ঠেকে -
আবার আসবো ফিরে ভাইরাসকে হারিয়ে ,
আসবো ফিরে যমদূতকে জয় করে ;
আসবো ফিরে নীরোগ দেহে ,
আবার আসবো ফিরে মহামারীর শেষে
চেনা অচেনা মানুষের বিয়োগ ব্যথা বয়ে -
বেঁচে যদি ফিরি, আবার দেখা হবে I


( করোনা যোদ্ধাদের উদ্দেশ্যে )