একটা পতাকা পেলে …



একটা পতাকা পেলে হতে না তুমি ‘নীরব’ ,
একটা পতাকা পেলে হতে তুমিও সরব I
একটা পতাকা পেলে হতো না লোনের ফ্লাট , বাড়ি , গাড়ি , ফ্লাইওভার ;
একটা পতাকা পেলে সুযোগ পেত না ভ্রষ্টাচার I


একটা পতাকা পেলে হতে তুমি সূর্যসেন , ভগৎ সিং , নেতাজি , প্রীতিলতা
ব্যস ! ব্যস ! আর , আর , নাম জানিনা  ! -
মাত্র এই ক’জন দিয়ে পরাধীনতার শিকল ছিঁড়ে স্বাধীনতা ?? !! –
পতাকা উত্তোলনের পর ওরা দাঁড়িয়ে আছে একা !
তুমি আর কি করবে , আমি কি হব ক্ষুদিরাম ?
আপোষের স্বাধীনতায় চাপা পড়ে গেছে ওদের নাম I
নৃশংস অত্যাচার , মৃত্যু যন্ত্রণার উপলব্ধি ;
কতটুকু আমরা হয়েছি সমব্যাথী …
ছুটির দিনে শপিংমলে পালিত সেলফি-পার্টি ;
দিনভর আড্ডা , ফুটবল-ক্রিকেট ম্যাচ , ফুল মস্তি I
ক্ষতবিক্ষত জড়ো করে রাখা ওদের লাশের মাঝে ;
লতাজির গান শুনে , ভাত-মাংসের ঢেকুর তুলে ,
পালন করে চলেছি স্বাধীনতা দিবসের কর্তব্য ;
প্রতিদানে এক ফোঁটা জলও কি পেতে পারি না ; -
চোখের কোণে ওদের জন্য ?


একটা পতাকা পেলে তুমিও হতে পারতে মাতঙ্গিনী ,
ইংরেজের গুলি বুকে নিয়ে গর্জে ওঠা পতাকা হাতে মুষ্টি I
সে মুষ্টির জোর আজ , নেই  !! -
পতাকাও ভাবে সে সাহস আর , কই ?? !!
১৬ই আগস্ট সকালে দড়ি ছিঁড়ে পতাকার ইজ্জত ভূলুণ্ঠিত !
অপরাধের চোরাস্রোত এই পঁচাত্তরেও অব্যাহত I


পারবে তুমি রুখে দিতে পতাকা হাতে দুর্নীতি ?
পারবে তুমি রুখতে লোক ঠকানো রাজনীতি ?
পারবে তুমি রুখতে পতাকা হাতে হকের পাওনা আদায় ?
পারবে তুমি রুখতে পতাকা হাতে কালোবাজারি , চোরাচালান ?


গর্জে উঠুক তোমার প্রতিবাদ একটা পতাকা পেলে ,
আসুক দেশ গড়ার কারিগর একটা পতাকা পেলে I
বীরের হাত উঠুক জ্বলে একটা পতাকা পেলে ;
চাই শ্রদ্ধা , একটা পতাকা মুঠোয় তুমি পেলে I