আমার বিদ্যাসাগর


বিশ্বজুড়ে পাইনি দেখা প্রাণের ঈশ্বরে ,
‘ঈশ্বর’ নামে সার্থক তুমি , দেখা দিলে এ ভুবনে ;
জ্ঞানচক্ষু খোলার পরে , পেয়েছি তোমার দেখা -
তোমায় দিয়েই বোধোদয় , বর্ণপরিচয় , নীতিকথা I


এ-বাঙালি ছিল যে অন্ধকূপের আশ্রয়ে ,
নবজাগরণের হল বিকাশ তোমারই হাত ধরে -
তোমার হাতেই বিলোপ হলো কৌলিন্য , বাল্যবিবাহ ;
অবহেলিত নারীর জীবনে , জ্বালালে শিক্ষার আলো I


বিধবার জীবনে ফুটলো পলাশ , করেছ শুদ্ধ  হিন্দু সমাজ -
প্রতিটি মানুষ কৃতজ্ঞতা স্মরণে শামিল হয়েছে আজ I
কত অসহায় আর্তজনের সহায় হয়েছো নিত্য -
দীনজনের কাছে ছায়া হয়ে , রইলে তুমি বটবৃক্ষ I


মধুসূদনের কাটলো দুর্দশা তোমারই হাত ধরে -
তোমারই জন্য গদ্য সাহিত্য , আছে বেঁচে আজ বর্ণ অক্ষরে -
আলোর পথের দিশারী তুমি , থাকো চির-অমর হৃদয়ে ;
রইল শতকোটি প্রণাম আমার , তোমার শ্রীচরণে I