অংকুর


দিগন্ত বিস্তৃত শূন্য
বিন্দুসম নক্ষত্র খচিত অন্তরীক্ষ,
অনন্ত প্রাণীসপ্দকূলের বিশ্ব
মধ্যে এক বীজ, অঙ্কুরিত
কনিকাসম অস্তিত্ব -
আমি আগামীর বটবৃক্ষ I
সূর্যের উষ্ণকোলে,
ক্ষিতি-বারি পানে;
ঋতু হতে ঋতান্তরে
মেলব সবুজ পল্লব উদ্–ভেদে
অগভীর শিকড় যাবে গভীরে I
ভরবে শাখা ফুলের সমারোহে,
মাতবে প্রশাখা  কুহুর কুজনে -
পরিচিতি এ ধরণী তলে,
নিবেদিত প্রাণ আমার সেবার’পরে
বিহঙ্গের দল করবে বাসা
করবো নিশ্চিত কত প্রাণীর ছায়া -
মিষ্টি ফলে ভরবে ডালা,
কত প্রাণীর জীবন সুধা, ক্ষুধা I
অমৃত বাতাসে আমার, ভরবে বিশ্ব
গরল বায়ু শোধনে করব শুদ্ধ,
রুখব শক্ত শিকড়ে ভূমিক্ষয়
করব দূর, ঝড়-ঝঞ্ঝার ভয়;
নিশ্চল আমি ইন্দ্রিয়হীন,
ভেবো না তবে , আমি প্রাণহীন I