‘বাইশে শ্রাবণ’


তোমার জন্ম আছে , মৃত্যু নাই ;
হে বিশ্বকবি , তোমায় আজও ভুলি নাই I
বিশ্ববাসীর হৃদকমলে নিয়েছো যে ঠাঁই ;
প্রয়াণ দিবসে তোমায় প্রণাম জানাই I
গ্লানি খালি রয়ে গেল মনে এ নশ্বর জীবনে ;
তোমার চরণদুটি ছুঁই নাই I
সেদিনও ছিল আকাশে এমনই মেঘের ঘনঘটা -
বিদায় বেলায় কাঁদে বসুন্ধরা ,
থামে না শ্রাবণের ধারা I
থামল তোমার মহান লেখনি ! -
তোমার নাচে-গানে-কবিতা- রচনায় ,
যায় না কভু অস্ত এ মেদিনী I
বৈশাখে রৌদ্রতপ্ত দিনে এলে তুমি প্রজ্বলিত রবি ,
অশ্রুধারায় সিক্ত করে গেলে শ্রাবণের বারি I
আজও আছো তুমি জোড়াসাঁকোয় , আছো তুমি ছাতিম তলায় -
আছো তুমি , খোয়াই নদীর পাড়ে ,
আছো তুমি , সোনাঝুরির শান্তিনিকেতনে লালমাটির কণায় I
ধন্য আমি পেয়েছি তোমায়, আমার জ্ঞানচক্ষু উন্মেষে ,
আছো তুমি , তোমার সমুদ্রসম কৃষ্টি সৃজনে , ‘
‘বাইশে শ্রাবণ’ কাটে আমার , সঙ্গে তোমায় বয়ে I