বেকার  


আকার আছে বটে , সমাজের চোখে নির্বিকার ;
আমি এক শিক্ষিত বেকার I
অলীক স্বপ্ন ভরা কলেজের ক্যাম্পাসে ,
স্বপ্নে মোড়া জীবনটাকে , তুড়ি মেরে সাজাবো নিজের ঢঙে -
সম্বিত আসে ফিরে কলেজের গণ্ডি পেরিয়ে ;
একলা অভিমন্যু আমি , নেমেছি কঠিন জীবনসংগ্রামে I
মধ্যবিত্ত ঘরের ছেলে , গ্রাজুয়েট অতি সাধারণ ;
জুতোর সুকতলা করে শংসাপত্রের মূল্যায়ন I
নেই আজ কোন বন্ধু , নেই পাশে কোন স্বজন !
ছিটকে গেছে সব , চারিদিকে শ্লেষের রব I
অন্তঃসারশূন্য হল কি , এ শিক্ষার পথ !
কে বা দিল আশা , গ্রাজুয়েট হলে মিলবে নাকি পেশা ,
জীবনটা হবে না আর পরগাছা ;
কুরে কুরে খায় আমার অধিকারের যোগ্যতা  I
একটু আশার জ্বালায় দ্বারে-দ্বারে ঘুরি ,
ইচ্ছে করে সার্টিফিকেটগুলো ওজন দরে বেচে , পাই নিষ্কৃতি I
নিজেকে বিক্রির আশায় , ফেরিওয়ালার মত বেরোই রোজ ,
কেউ যদি বাতলে দেয় , কোন ইন্টারভিউ এর খোঁজ !
কেন বলতে পারো ? এ সভ্য দেশে কেন আমি বেকার ?
সমাজ নির্বিকার ; দেশ নির্বিকার ; -
আমি হলাম এক শিক্ষিত বেকার ! -