বেলাশেষে


কবে সেই নিয়েছি কর্মজীবন হতে অব্যাহতি !
ছুটি কি দিয়েছে সংসারের বেড়ি ?
শূন্য আকাশে যোগ-বিয়োগ মেলে জীবন খাতায় I
বেলা শেষে শুধু আশাগুলো এলোমেলো কাঁদে বেদনায় -
কামনা বাসনা অতৃপ্তি মিলে আসে পিপাসায় I
দ্বন্দ্ব-বিদ্বেষ-মান-অভিমান ঝেড়ে ফেলে ,
শুরু হোক বাকি জীবনটার নতুন খাতা খোলার I
ফিরে যাব আবার খোলা আকাশের নিচে ভোকাট্টা খুশিতে -
ফিরে যাব  বাবুল বোনা পথে ;
ছুটতে ছুটতে মাঠ-ঘাট পেরিয়ে বিলের প্রান্তে ,
জুড়িয়ে মন দেখব মেলে ক্ষীণ দৃষ্টি ,
বুনোহাঁস , সারস আর পানকৌড়ির জলকেলি I
যাব ফিরে সেই পুতুল-পুতুল খেলায় -
উল্লাসে  ক্রিকেট ফুটবলের ছেলেবেলায় I
ফিরে যাব পালতোলা নাও এর বুকে মাঝনদীতে ,
সাঁতরে হবো পার পুকুরের এপারে ওপারে I
চলে যেতে চাই আবেগের খুশিতে নীল বসন্তে ,
কলেজের ক্যান্টিনে আসুক ফিরে অকাল বসন্ত I
সবুজ ঘাস ওত পেতে আছে ,
বোঝা না বোঝার আরব্য রজনীর গল্পে I
মুহূর্তে ছোঁয়া সাইকেলে হাতে হাত রেখে ;
তোমায় নিয়ে বৃষ্টিভেজা স্নানে -
গাইবো দুজন আবার একান্ত আপনে I
নিস্তার পেতে চাই এই দমবন্ধ করা জীবন হতে ,
ফিরে যেতে চাই মুক্ত জীবনে প্রাণখোলা খিলখিল হাসি নিয়ে ;
জরা-ব্যাধি-অক্ষমতার বাঁধন ছিঁড়ে ,
সাজবো আমি আজ আমার মতো করে I
মানা-না-মানার শাসন ভেঙে ,
রসনা হবে আজ তৃপ্ত কব্জির মোচড়ে I
চাই না আর ফিরে যেতে অবলম্বনের শৃংখলে ,
এই সত্তরের বার্ধক্যে কারাগারে I