বৈশাখ তুমি


বৈশাখ তুমি রোদ্দুর মাখা নতুন ভোর ;
চাতকের তৃষ্ণায় আগুনে পোড়া রোদ I
বৈশাখ তুমি জীবনে নতুন ঘটনার সূচনা ,
ফেলে আসা কিছু পুরনো ঘটনা I


বৈশাখ তুমি বেণীমাধবের প্রথম পাতায় -
সংস্কার-সংস্কৃতি মানা না মানায় I
বৈশাখ তুমি রেখেছো মনে ,
বাঙালির সেই বাঙালিয়ানায় I


বৈশাখ তুমি বুজিয়েছ দৈন্যতা নতুন ক্যালেন্ডারে ঢেকে ;
মজেছে প্রভাত ফেরী আজ রবীন্দ্রসংগীতে ,
বৈশাখ তুমি সম্পর্কের সেতু বন্ধন -
ফেসবুক আর হোয়াটসঅ্যাপের হাত ধরে I


বৈশাখ তুমি আলতা সিঁদুর বরণডালা -
হোক সে ছোট্ট তোমার কানে আমার ভালোবাসা I
বৈশাখ তুমি লাল পেড়ে শাড়ি ,
আমার দেওয়া রেশমি চুড়ি I
১৪৩০ আজ , তোমার কোলে মাথা রাখি !