বলিদান


এ কোন সকাল , যা রাতের চেয়েও আঁধার !
এই তো তারা ছিল , তোমার-আমার-সবার ;
পলকে মানুষগুলো হল ছারখার , মাথা খুঁড়েও সত্যি বোঝা ভার ;
রক্তমাংসের দলায় কার কি অধিকার !
রোজের মতো আজও আকাশে পাখি ছিল ,
গাছে গাছে ফুলও দিয়েছিল ধরা -
উঠেছিল মেতে বান্টি-বাবলির খেলা I
কর্মমুখী মানুষগুলো হয়েছিল শশব্যস্ত সাতসকালে -
নিয়তি কি করেছিল সারারাত ধরে জল্পনা ?
হঠাৎ আজ সকালে কার বাড়িতে দেবে সে হানা !
ভরে গেছে প্রভাতী সকাল বারুদের গন্ধে ,
শরীরের পোড়া গন্ধ আসে ফিরে বারে বারে I
বলরামের সাইকেলটা দুমড়ে-মুচড়ে গেছে বিস্ফোরণে -
কাগজওয়ালা কি জানতো আজ সে হবে খবরের শিরোনামে
ছিন্নভিন্ন রক্তাক্ত মাংস রাস্তায় খায় লুটোপুটি ;
মিলন , জুলি , আয়েশা , রবি , জ্যোৎস্না না প্রতাপ ,
কে করবে তার দাবি !-
ধর্মের কলে নাকি এ কোন বিদ্রোহের আস্ফালনে ,
নাকি কোন সাম্রাজ্যবাদের ঔদ্ধত্যে ,
নাকি কোন ব্যক্তিস্বার্থের আক্রোশে ;
হিংসার বিজয় উল্লাস চাপা পড়ে -
এতগুলো নিরীহ মানুষের আর্তনাদে I
কান্নার জল শুষে নিয়ে গালে ,
শাকিলের জুতো জোড়া রইল খালি পড়ে ,
কাটা হাতে ঝুনঝুনি মুঠোয় নিয়ে যেন বলছে ,
‘এইতো আমি মেহেরুন্নিসা !!
আমার অপরাধ শুধু রয়ে গেল অজানা  !! –‘